How to make a virtualhost (another folder like htdocs)

Was in a awkward situation! Nomally I use my desktop computer and its a pain when I need files from laptop, I started using dropbox for file sharing but it’s not possible to sync my localhost folder via dropbox. Got a solution by adding a virtualhost (a new folder which will act like htdocs) which will stay in dropbox. Pretty easier way to share codes.

1. Open the file with notepad or any text editor.

 C:\xampp\apache\conf\extra\httpd-vhosts.conf

2. Copy and paste below codes at the end of the file.

<VirtualHost *:80>
  ServerAdmin [email protected]
  DocumentRoot "D:/Dropbox/Project"
  ServerName projects.me
  ServerAlias www.projects.me
  ErrorLog "logs/projects.me-error.log"
  CustomLog "logs/projects.me-access.log" combined
<Directory "D:/Dropbox/Project">
  Options Indexes FollowSymLinks Includes ExecCGI
  AllowOverride All
  Order allow,deny
  Allow from all
  Require all granted
</Directory>
</VirtualHost>

– Change the DocumentRoot value with your folder link which is standing in dropbox.

– Change the ServerName to the address (without www.) which should be used to open the folder (like: localhost)

– ServerAlias should be same as ServerName but with “www.”

– Also you can edit ErrorLog and CustomLog format if you wish.

 

Now open the hostfile (C:\Windows\System32\Drivers\etc) and add a line like below (change the address as your need).

127.0.0.1 www.projects.me projects.me

NB: You may not save the hostfile directly, you can copy it to desktop then replace the old file.

Here is a tutorial about troubleshooting, don’t forget to review if get any problem.

জেকুয়েরী প্লাগিন কি কি কারনে কনফিক্ট করে এবং বিরত রাখার উপায়

আসলে প্রচুর জেকুয়েরী প্লাগিন নিয়ে কাজ করছি এখন, মেজাজটা মাথায় উঠে যখন দেখি একটার সাথে আরেকটা পেচায় নিয়া হ্যাং করে বসে আছে, তো কিছু জিনিস শিখলাম যেগুলো মাথায় রাখতে হয় প্লাগিনগুলো ইমপ্লিমেন্ট করার সময় এবং কিছু ফিক্সিং সিস্টেমও শিখলাম। এই টপিকের উদ্দেশ্য হল সেই ট্রিকগুলো একত্র করা আমি আমার জানা ট্রিকগুলো আপডেট করতে থাকবো এবং টপিকের রিপ্লাইতে আপনারা আপনাদের জানা ট্রিকগুলো দিলে আমি আপডেট করে দিবো, আশাকরি আমার মত পোলাপানদের জন্য এই টপিকটা একটা ডক হিসেবে কাজ করবে।

সাধারনতো জেকুয়েরী প্লাগিনগুলোর কোডে পাচটা জিনিস থাকে যেগুলো গুরুত্বপূর্ন, CSS, jQuery Library, Plugin jQuery Library, Trigger/Initialization আর Source Image and others..

ইমপ্লিমেন্টের সাধারন নিয়ম,

1) প্রথমে জেকুয়েরী লাইব্রেরী ফাইলটাকে HTML পেজে ইনসার্ট করে ফেলুন, <script> ট্যাগ দিয়ে এটা কিভাবে করতে হবে তা নিশ্চই পাঠকগন জানেন tongue

2) এবার প্লাগিনের লাইব্রেরীটা জেকুয়েরী লাইব্রেরীর পরে যেকোন যায়গায় ইনসার্ট করুন।

3) একটা ছোট ইনিশিয়ালাইজেশন বা ট্রিগার যাই বলি না কেন এটা জেকুয়েরী লাইব্রেরীর পরে ইনসার্ট করুন, যদি

$(document).ready(function() {
  // Handler for .ready() called.
});

এই ফাংশন ইউজ করেন তাহলে অবশ্য এই পার্টে সিরিয়াল মেইন্টেন করার দরকার নেই, কারন এই ফাংশন/মেথডের কাজই হল ডকুমেন্ট পূর্ন লোড হবার পর ভেতরের পার্টটাকে এক্সিকিউট করা।

4) সিএসএস ফাইলটাকে লোড দিন, এটা সাধারনতো কনফ্লিক্ট করে না তাই ঝামেলা কম, তারপরও করলে বুঝতে পারবেন এবং ক্লাসগুলো চেঞ্জ করে দিলেই সমস্যা ক্লিয়ার।

5) এবার ডকুমেন্টেশন দেখুন এবং সেই মোতাবেক HTML মার্কআপ করুন, ডেমো পেজ থেকে ডিরেক্ট কপি করতে পারেন।

6) এক্সারনাল ইমেজ এবং অন্যান্য জিনিসগুলো ঠিকমত লিংক হয়েছে কিনা চেক করে দেখুন এবং ঠিক করে দিন।

ব্যাস এইতো, কিন্তু সমস্যা হল যখন সারা ঘর লেপে দেখা যায় ঠিকঠাক নাই বা আরেকটা প্লাগিনের সাথে কনফ্লিক্ট করছে।

 

এখন এব্যাপারেই কিছু টিপস।

  • ব্যাতিক্রম আছে কিনা জানি না বাট আমার জানামতে প্লাগিনের জন্য যে স্পেসিফিক লাইব্রেরী থাকে সেটা সবসময় জেকুয়েরী লাইব্রেরীর পরে লোড নিশ্চিত করতে হবে অথবা কনফ্লিক্ট হবে নিশ্চিত থাকেন (উদাহারন হিসেবে বুটস্ট্রাপের লাইব্রেরীর নাম বলা যেতে পারে)
  • ধরুন নেভিগেশন ড্রপডাউন ইউজ করেছেন আর তার নীচে স্লাইডার, z-index এ যদি স্লাইডারের ভেলু বেশি থাকে অর্থাৎ স্লাইডার উপরে শো হয় তাহলে আপনার ড্রপডাউনের ভবিষৎ ঘুটঘুটে অন্ধকার, তাই Z-index চেক করে দেখবেন ভাল করে আসলেই যার উপরে থাকার কথা সেটা উপরে স্টে করছে কিনা। জিনিসটা একটু আগে বাবর ভাই শিখাইলো
  • অনেক সময় একটি প্লাগিন অনেকগুলো লাইব্রেরী ইউজ করে এবং ইমপ্লিমেন্ট করার পর ঝামেলা সৃষ্টি করে, প্লাগিনগুলোর ডেমো পেজের কোডগুলো দেখুন যে তারা ঠিক কোন লাইব্রেরীর পর কোনটা লোড দিয়েছে, আপনিও ঠিক সেই সিরিয়াল মেইন্টেন করুন।
  • এরপরও সমস্যা পরিলক্ষিত হয় সেক্ষেত্রে প্লাগিনগুলোর লাইব্রেরী উল্টাপাল্টা করে দিয়ে দেখুন।
  • কনসোলে চোখ রাখুন, ক্রোমে f12 চাপলে ডেভলপার অপশন আসবে, ওখানে কসসোলে জাভাস্ক্রিপ্ট এররগুলো দেখায় যা আপনাকে একটা গাইডলাইন দিতে পারবে।

 

এবার বড় ভাইয়েরা শুরু করেন আমি আপডেট দিতে থাকি  big_smile

Reduce Sever Request by converting image to Base64 string

What is base 64?

Wiki says,

Base64 is a group of similar binary-to-text encoding schemes that represent binary data in an ASCII string format by translating it into a radix-64 representation. The term Base64 originates from a specific MIME content transfer encoding.

 

Why we will use base 64?

In a website we use many image small images, those images are not heavy weight but browser make one HTTP request per file while its loading. Its very bad, We should try always to make less HTML request.

 

No need to tell more just go here  and submit your image and you will see the code with two format, one for HTML and one for CSS.

Copy and paste then Cheers (y)

How to colorize a image with CSS

Actually I didn’t find any cross-browser way to colorize a image by CSS.

why we need this? actually I am building a theme and used some map and icons in the theme, when I am creating different color scheme of the theme I thought how about it if I can change the color of the map without using more image?

Don’t worry we will use the transparency feature of PNG file.

Hope you have Photoshop or its cool if you are using GIMP. Open it and open the image. Make transparent the area which will be colorized and fill the other area with background color of your site.

Click here to see the image.

And example is below. I have applied green color via CSS and its working.

 

———————————————————————————————————————-

Just add a background color via CSS, below a example with inline CSS,

<img style="background: #84B231;" alt="" src="http://asifsaho.me/app/uploads/2013/07/transparent-BangladeshMap.png" width="283" height="285" />

Ceers!

What to do when you get unexpected feedback on oDesk

I am one of an admin of oDesk help facebook group which is the largest unofficial freelancing community in Bangladesh. Since I am contributing there a common question I heard “Got bad feedback in oDesk but client appreciated my work,  Now what to do?”

Normally as oDesk rule it’s not possible to remove this feedback rating and comment but you can hide your clients comment anytime without. Actually comment isn’t a big problem. Feedback rating is much important to get new job. I was also seeking the answer of the question when I got a bad rating from my client. He appreciated my work, suddenly he stopped the contract with the reason “Project was canceled” and left a 2.35 rating. Which was negatively effective in my average rating, it was down.

You can open dispute if you are confident that client violate oDesk ratings and feedback regulations.

Now lets see what is the rule,

oDesk rating and feedback regulations,

  • Falsifying feedback for yourself or another user, by any means, to artificially raise or lower your own or another’s feedback score.
  • Withholding deliverables or payment to manipulate a user into leaving the desired feedback comment or rating.
  • Threatening to leave negative feedback to coerce a contractor to perform a given task.
  • Threatening to leave negative feedback to coerce a client to make a payment.
  • Offering to sell or buy services in exchange for good feedback, trading feedback undeservedly or buying feedback.

Read details Here

When I suggested to dispute against the dishonest feedback rating to oDesk Support then maximum of them was failed to win the case! it was too sad news for them as well as for me. I was trying to find out what’s wrong with them. The main problem is maxim prosecution in this type of case ware failed to present the situation correctly. For your kind information, you won’t get a good hospitality from any support if you can’t present your speech. I can guarantee about your winning if you can prof that your client was dishonest/violate the oDesk policy.

I am going to give you some tips regarding “how to make an effective dispute”

When I got bad feedback from my client I got some effective suggestion from Mamun Srizon. I just suggest to follow as he said. First I wrote my total feedback to oDesk like below and then I describe my speech regarding to the topic “why the feedback violate oDesk policy” 

My Client left 2.35* rating, where

Skills = 2 Quality = 3 Availability = 1 Deadlines = 3 Communication = 1 Cooperation = 4

There are 6 items, Skills, Quality, Availability, Deadlines, Communication and Cooperation, I have written 6 small paragraph regarding this topic. Don’t forget to share prof. Chat history screenshots, Call record**, mail screenshots etc. For presenting fake prof,  you have to be ready to be banned, oDesk verify all prof! Anyway I given 20-22 screenshots of chat/mail history where client told about his satisfaction about my work. oDesk took it seriously and the ticket was forward to special branch to review, after some days I got the new news that the feedback was withdrawn.

 

Must read threads before disputing,

Can I dispute negative feedback

I believe my client is abusing the feedback system. What can I do?

Can I dispute a feedback score or comment

What are the ratings and feedback regulations

Tips to be winner,

  •  Be confident that you are ready to prof that you are right and your client was wrong.
  • Write Logical speech/ not emotional.
  • Mention line no and image name of screenshots, better you can mark the important text in the screenshot.

Don’t forget to share your experience…

**I use Skype Call Recorder in windows to record all calls.

Memorable Childhood

grandmother of my father
grandmother of my father

 

my 7th birthday party
my 7th birthday party

 

On the way to school, its me
On the way to school, its me

 

Uncle, Grandfather and Dad
Uncle, Grandfather and Dad

 

my 7th birthday party 2
my 7th birthday party 2

 

my 7th birthday
my 7th birthday

 

Sabbir and me
Sabbir and me

 

sabbir when a bady
sabbir when was a bady

 

Prize Given Ceremony
Prize Given Ceremony, got first prize 😉

 

Officers Club
Officers Club

 

My family
Abbu Ammu and Me

 

Playing With my Uncle
Playing With my Uncle

 

Dad in his office
Dad in his office

 

sabbir in his childhood
sabbir in his childhood

verify site ownership on google webmaster tools

May be don’t need to tell why you need to verify and submit your site to google webmaster tools. Anyway we can start,

First go to Google Web Master tools if you are not logged in then log in with your Google ID. You will see a page link below screenshot

 

google-webmaster-tools

Click on “ADD A SITE” red button then enter site address, some simple process don’t need to tell actually. one time you will face a screen like below which will tell you to verify ownership of the domain/site.

 

webmaster-tools-namecheap-varify

I am using namecheap DNS service, this service is a great service really, I will show a alternate method at the end of this tutorial.

Copy the text of text box (5) and login to namecheap* then Domain >Manage Domain>Click on your domain you want to verify> All host record.

webmaster-tools-namecheap-varify-txt-record

 

Now we need add a txt record, add a ‘@’ sign in (1) text box, paste the text in text box (2) we copied before and select txt record on dropdrown (3). Now save it and back to google webmaster tools page. Click on verify button and it will be completed. To save TXT record it may take sometimes like 10 menutes (depends on namecheap service).

The process is almost same if you are using different provider. If you get complex then go to step 2 (after click on “Add a Site”) click on alternate method on google webmaster tools then you will see like below,

alternate-method-to-varify-ownership

 

Select HTML file upload radio button then download the file from this html verification file from and upload it to the root folder of your domain(it can be easily possible by FTP or cpanel file manager), the html file address should be yourdomain.com/htmlfile.html 

Now click on verify button and you will be done ;)

Also you will find more 2 easy alternate method like this.

ওডেস্কে ক্লায়েন্ট অসৎভাবে ব্যাড ফিডব্যাক দিয়েছে এখন করনীয় কি?

ওডেস্ক হেল্প গ্রুপে কন্ট্রিবিউট করার শুরু থেকেই একটা জিনিস শুনছি সেটা হল, ওডেস্কে ক্লায়েন্ট খারাপ ফিডব্যাক দিলে সেটা কিভাবে রিমুভ করা যায়। ওডেস্ক নরমালী কোন ফিডব্যাক রিমুভ করে না, তাই বলে কি কোন উপায় নেই? হ্যা আছে উপায় আছে,  আপনি যদি ওডেস্কের কাছে তথ্যপ্রমান এবং আপনার যুক্তিমুলক বক্তব্য দিয়ে প্রমান করতে পারেন যে ক্লায়েন্ট আপনাকে ডিসওনেস্টভাবে/ওডেস্ক পলিসি ভঙ্গ করে ফিডব্যাক দিয়েছে শুধুমাত্র সেক্ষেত্রেই সেটা ওডেস্ক উইথড্র করবে। খুব গুরুত্বপূর্ন চারটি থ্রেডের লিংক দিলাম নিচে যা অবশ্যই অবশ্যই পরবেন ডিসপুট দেবার আগে, ভূলেও অযথা বারবার টিকেট ওপেন করবেন না বা যথেস্ট যুক্তিব্যাতীত টিকেট সাবমিট করবেন না, এক্ষেত্র আপনার টিকেট ওরা গুরুত্বসহকারে দেখবে না, এরকম ঘটনা নিয়ে অনেকেরই আক্ষেপ আছে।

Can I dispute negative feedback

I believe my client is abusing the feedback system. What can I do?

Can I dispute a feedback score or comment

What are the ratings and feedback regulations

এখন প্রশ্ন হল আপনি কিভাবে ডিসপুট দিবেন? এই প্রশ্নটার উত্তর আসলে দেয়াটা কঠিন, তবে দু:খজনক হলেও সত্য কিছুদিন আগে একজনকে ডিসপুট দিতে বলার পর সে কিছুই ঠিকমত উপস্থাপন করতে পারলো না এবং ওডেস্ক সাপোর্ট থেকেও ফিডব্যাক উইথড্র করলো না।

আপনাকে যা করতে হবে তাহল যুক্তিপ্রমান দিয়ে প্রমান করতে হবে যে এই এই কারনে ক্লায়েন্ট ডিসওনেস্টভাবে/ওডেস্কের রুল ব্রেক করে ফিডব্যাক লিভ করেছে। এবার আপনি সুন্দরভাবে আপনার প্রমানগুলো হাজির করুন, প্রমান হিসেবে আপনি ইউজ করতে পারেন চ্যাট হিস্ট্রির স্ক্রীনশট/ভিডিও ইত্যাদি, একটি কথা আগেই বলি ভূলেও কেউ ফেক স্ক্রীনশট ইউজ করবেন না, ওডেস্ক আপনার ক্লায়েন্টের সাথেও কন্টাক করবে এবং ক্লায়েন্ট যদি প্রুভ করে ফেলে যে আপনি প্রতারনা করছেন তাহলে কিন্তু ব্যান মোবারকের জন্য প্রস্তুত থাকতে হবে। সৎভাবে লড়াই করবেন ইনশাল্লাহ জিতবেন। আমার এরকম একটা অভিজ্ঞতা আছে, আমার ক্লায়েন্ট আমাকে 2.35 ফিডব্যাক দিয়েছিল, আমিতো রেগে আগুন, তারপর মামুন সৃজন (ওয়ার্ডপ্রেসের বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ইনার বানানো তাই অনেকেই চিনবেন) নামে এক বড় ভাই আমাকে এরকমভাবেই পরামর্শ দিয়েছিলেন, তার পরামর্শমত আমি ওডেস্কের কাছে ডিসপুট দেবার পর আমি জিতে যাই এবং ফিডব্যাক উইথড্র করা হয়।

তো আমি যেভাবে ডিসপুট দিয়েছিলাম সেটা হল

My Client left 2.35* rating, where Skills = 2 Quality = 3 Availability = 1 Deadlines = 3 Communication = 1 Cooperation = 4

এরপর আমি প্রতিটা স্টেপে তার দেয়া ফিডব্যাকগুলো কেন অযৌক্তিক তারজন্য যুক্তিতর্ক উপস্থাপন করলাম এবং 20-22 টা স্ক্রীনশটের লিংক আমি তাদের দিলাম, স্ক্রীনশটের লাইন নম্বর মেনশন করে করে লিখলাম যে সে চ্যাটে আমাকে জানিয়েছে সে আমার কাজে স্যাটিসফাইড কিন্তু ফিডব্যাক কম দিয়েছে ইত্যাদি ইত্যাদি। আপনি ডিসপুট পেপার দুপেজ কেন দরকার হয় আরো কয়েকপেজ নিন কিন্তু তা যেন অর্থবহ হয় এবং বিশ্লেষনী হয়।

যাহোক নিজের অভিজ্ঞতার আলোকে কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম, কারও যদি কোন ব্যাতিক্রম অভিজ্ঞতা থাকে জানাতে পারেন বা শেয়ার করতে পারেন।

প্রথম প্রকাশ, আমার পার্সোনাল সাইটে, প্রজন্মের বা আমার সাইটের সোর্স উল্লেখ করে পোষ্ট কপি করে শেয়ার করা যাবে।