আমরা অনেকেই যোগ্য এবং অভিজ্ঞ কিন্তু সেটা বোঝার উপার কি? সেটা বোঝার জন্য কম্পানিগুলো সাক্ষাৎকার বা ইন্টারভিউ নিয়ে থাকে। এই ইন্টারভিউ পর্যন্ত যাবার প্রথম ধাপ হল আপনার আকর্ষনীয় প্রফাইল। আপনার সিভি এবং অনলাইন প্রফাইলগুলোই মুলত তাদেরকে আগ্রহী করে তুলবে আপনাকে ইন্টারভিউ নেয়ার জন্য। কিভাবে এই প্রফাইলগুলো সাজিয়ে তোলা যেতে পারে তার বিস্তারিত নিয়েই এই পোষ্ট।
Curriculum Vitae
প্রথমে হাত দিতে হবে সিভিতে কারন এটা সবথেকে জরুরী জিনিস। বিভিন্ন যায়গায় বিভিন্ন ধরনের সিভি বা রিজুমি চেয়ে থাকে। কোথাও যদি স্পেসিফিক ধরনের সিভি/রিজুমি চেয়ে থাকে তাহলে তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু যদি না চেয়ে থাকে তাহলে আপনার সিভি হতে হবে তথ্যবহুল এবং যে জবে আবেদন করতে চাচ্ছেন তার সাথে সঙ্গতিপূর্ন।
জার্মানিতে দুই কলামের টেবুলার সিভির প্রচুর জনপ্রিয়। আমি রিকমেন্ড করবো এ ধরনের ডিজাইনের সিভি বানানোর জন্য। সিভি ২ পৃষ্ঠার বেশি না হওয়াই ভাল। যদি পোর্টফলিও বা অন্যকিছুর বিস্তারিত দিতে চান তাহলে আপনার ব্লগের কোন পোর্টলিও পেজের লিংক দিয়ে দিতে পারেন। অযথা সিভি বড় করার কোন প্রয়োজন নেই। যিনি স্ক্রীনিং করবেন তিনি আপনার বড় সিভি দেখতে চান না তিনি আপনার আবেদনকৃত পদের বিপরীতে কি কি অভিজ্ঞতা আছে সেটুকুই দেখতে চান। আপনার অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা পরে প্রমানের সুযোগ পাবেন।
সিভি হালনাদাগ রাখুন, সেকশনগুলো সঠিক অর্ডারে রাখুন। গুরুত্বপূর্ন তথ্যগুলো আগে এবং কম গুরুত্বপূর্নগুলো শেষেরদিকে রাখুন।
আরেকটা জিনিস আমি রিকমেন্ড করি সিভিতে, Stackoverflow, LinkedIn, Personal Blog এর লিংক রাখা।
সিভি নিয়ে বিস্তারিত আলাদা আরেকটি পোষ্টে লিখবো ইনশা আল্লাহ।
দেশে লিংকডইনের গুরুত্ব এতটা না থাকলেও এখানে ব্যাপক। আন্তর্জাতিক রিক্রুটমেন্টের জন্য লিংকডইনে সবারই প্রফাইল থাকা উচিত। লিংকডইনে ভাল করার জন্য বড় বড় প্রফেশনালদের প্রফাইলগুলো দেখে দেখে নিজের প্রফাইলের উন্নতি করা উচিত। চেষ্টা করা উচিত লিংকডইনের প্রতিটা সেকশনে যেন যথেষ্ট তথ্য থাকে। স্কিল সেকশনে এনড্রোসমেন্ট কালেক্ট করা উচিত এবং সাবেক টিমলিড এবং কলিগদের থেকে রিকমেন্ডেশন নেয়া উচিত এতে প্রফাইল আরও কনভিন্সিং হবে।
Stackoverflow
Stackoverflow প্রগ্রামারদের জন্য নিত্যদিনের যায়গা। প্রতিদিনই আমাদেরকে নিয়মিত বিভিন্ন সমস্যা সমাধানে ওখানে ঢুকতে হয়। টিম লিডরাও সিভি স্ক্রিনিং এর সময়ে এখানে প্রফাইল চেক করে থাকেন। এখানে ভাল পয়েন্ট থাকা এবং একটা পরিপূর্ন প্রফাইল থাকা সবসময়ই ভাল একটা ইমপ্রেশন দেয়। লিংকডইনের পাশাপাশি এখানে প্রফাইল ঠিক রাখা জরুরী।
জিং লিংকডইনের জার্মান ভার্সন। এখানে মুলত জার্মান জানলে বেশি সুবিধা করা। আমি এ পর্যন্ত যে অফারগুলো পেয়েছি সবগুলোই মুলত জার্মান ভাষায় তারপরও এখানে চোখ রাখা কাজের হতে পারে। নিয়মিত প্রফাইল এখানেও হালনাগাদ রাখা যেতে পারে।
সিভি, ব্লগ, লিংকডইন ইত্যাদি নিয়মিত হালনাগাদ করা উচিত। একটা সুন্দর প্রফাইল একদিনে গড়ে উঠে না এজন্য ধীরে ধীরে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে এবং সফল মানুষদের প্রফাইলে নজর রাখতে হবে।
নিজের ব্লগ
টেকনোলজি নিয়ে পোষ্ট লিখতে পারেন নিজের ব্লগে, রিক্রুটার এবং ইন্টারভিউয়াররা এগুলো দেখে থাকে। ভাল পোষ্ট তাদের আস্বস্ত হতে সাহায্য করে পাশাপাশি আপনার জ্ঞান শেয়ার করার প্রবনতাকে একটা অর্জন হিসেবেই ধরা হয়।
আমার কাছে বিভিন্ন টপিক নিয়ে লেখার জন্য অনুরোধ করতে পারেন। এজন্য আমাকে মেইল করুন asif.saho{at}gmail.com ঠিকানায়। আর লেখাটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন। হয়তো আপনার মত অনেকেরই কাজে লাগতে পারে।