একটা সময় ছিল যখন লোকজন “হুজুগে বাঙালি” কথাটার বারবার প্রমান করার জন্য HSC শেষ করে নগদে CSE তে ভর্তি হয়ে যেত। তারপর একজন এই হুজুগটা গিয়ে পরলো EEE এর উপরে। ফাইনালি এখনো আমরা এই হুজুগটা প্রমান করেই চলেছি গনহারে CSE তে ভর্তি হয়ে। সবকিছু ভার্সিটির পড়াশুনা থেকে হয় না এটা আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই প্রমানিত। আমি দামী কোন ভার্সিটির ছাত্র ছিলাম না, বলতে গেলে নিম্বসারির একটা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। আমি আগেই বুঝতে পেরেছিলাম ইউনিভার্সিটি আমাকে তেমন কিছু দিতে পারবে না, যা করার আমাকেই করতে হবে। আমার নিজেরও অনেক ভুলভ্রান্তি ছিল যা আজকের লেখায় উল্লেখ করার চেষ্টা করবো।
Continue reading কম্পিউটার প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার প্রস্তুতি