ফ্রিতে ব্যাবহারযোগ্য জিনিসপত্র পাওয়ার গল্প

ডার্মস্ট্যাডে থাকাকালীন আমরা থাকতাম ফিজ নামে একটা স্টুডেন্ট ডর্মে। ওদের আবার ইয়াং প্রফেশনালদের একটা কোঠা আছে তো সেই কোঠায় চান্স পেয়ে গেলাম। সমস্যা হল ফ্রিজটা খুবই ছোট। বউ মাঝে মধ্যেই অস্বস্তি প্রকাশ করতো। এখানে আসার পরই জানতে পারলাম কিছু যায়গায় মানুষজন তাদের অব্যবহৃত সোফা ফ্রিজ, খাট পালঙ্ক রেখে যায়। এগুলো যে কেউ নিয়েও যেতে পারে। ইলেকট্রনিক্স জিনিসপত্রের পাওয়ার প্লাগ যদি কাটা থাকে তার মানে ওটা নষ্ট আর যদি আস্ত থাকে তাহলে ওটা ভাল।

আমার ততদিনে মনস্থির হয়ে গিয়েছে বার্লিনের দিকে চলে যাওয়ার তাই নতুন ফ্রিজ কেনাটাও ঠিক হচ্ছিল না। ভাবলাম একটা ফ্রিতে পেয়ে গেলে খারাপ হয় না। প্রতিদিন অফিস যাই আর নজরে রাখি কেউ একটা ফ্রিজ রেখে যায় নাকি।

একদিন সন্ধায় হাঁটতে বের হয়েছি তখন দেখলাম একটা ফ্রিজ। বউরে বললাম চল এইটা নিয়া যাই। ও বিস্বাসই করতে পারছিল না এরকম আস্তা একটা ভাল ফ্রিজ কেউ ফেলে রেখে যেতে পারে। কিছুক্ষন পর দেখি একটা লোক এসে আরও কিছু জিনিস রেখে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম ফ্রিজটা তার নাকি। বললো হ্যা। শুনলাম ওটা নাকি ভাল। আমি নিতে আগ্রহী জানার পর সে বাসা থেকে ট্রলি নিয়ে এসে আমাকে বাসায় পৌছে দিয়ে গেল, পুরো সময়টা ওর গার্লফ্রেন্ড আমার বউরে সঙ্গ দিলো। পুরো অমায়িক ব্যাবহারে আমি গলে পানি হয়ে গেলাম। খুবই ভাল লাগলো বিষয়টা।

বার্লিন আসার সময় রিলোকেশন ভাতা পেয়েছিলাম। আমাদের কোন ফার্নিচার নাই ওদিকে ফ্রিজটা খুবই ভাল এমনকি এপার্টমেন্ট কর্তৃপক্ষের দেয়াটা থেকেও ভাল তাই বার্লিন আসার সময় নিয়েই এসেছিলাম। এখানে এসে বাসা পেতে পেতে ২ মাস লেগে গেল। আবার পুরান সমস্যা ফ্রিজ ছোট। এবার একটা ফ্রিজ কিনেই ফেললাম। নতুন ফ্রিজ ডেলিভারীর সময় ওরা পুরানটা ফ্রিতে রিসাইকেল করে দিবে বলে নিয়ে যেতে চাইলো আমি না করে দিলাম। আমি ভাবলাম এটা আমি একজনকে দিবো যার আসলেই এটা দরকার।

ইবে সহ ফেসবুকে অনেক গ্রুপে ফ্রিতে জিনিসপত্র দিয়ে দেয়ার বিজ্ঞাপন দেয়া যায়। গতকাল এরকমই একটা গ্রুপে বিজ্ঞাপন দিলাম এবং ৪-৫ জন যোগাযোগ করলো। আজকে সকালে একজন একটা নিশান SUV নিয়ে এসে ফ্রিজটা নিয়ে গেল। আর এভাবেই আমি জার্মানদের মধ্যে থাকা ভাল অভ্যাসগুলিতে অভ্যস্ত হয়ে উঠছি 🙂

আপনি যদি জার্মানিতে নতুন এসে থাকেন এবং প্রথমদিকে কিছু জিনিস ফ্রিতে কালেক্ট করতে চান অথবা আপনার ব্যবহৃত কিছু জিনিস কাউকে দিয়ে দিতে চান তাহলে ফেসবুকে Free Your Stuff লিখে সার্চ করুন আপনার শহরের গ্রুপ খুঁজে পাবেন আশাকরি। এছাড়াও ebay-kleinanzeigen.de এরকম প্রচুর জিনিসপত্র পাওয়া যায়।