অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন বেশকিছু প্রশ্ন নিয়ে, এগুলোর উত্তর এখানে দেয়ার চেষ্টা করবো, যদি কোনকিছু ভুলে গিয়ে থাকি তাহলে কমেন্টে জানাতে অনুরোধ করছি। আপনাদের যদি আরও কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে করতে পারেন।
বিদ্র: আমি সব প্রশ্নের উত্তর দিচ্ছি মুলত IT জবের পরিপেক্ষিতে, যেহেতু অন্যান্য জবগুলো ইংরেজী মাধ্যম না এবং বাংলাদেশে কেউ জার্মান মাধ্যমে পড়াশোনা করে না তাই ওগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না।
আমি মোটামুটি ওয়ার্ডপ্রেস ডেভলপাপমেন্ট আমার কি সুযোগ আছে জার্মানিতে জব পাওয়ার?
সুযোগ খুবই কম, সাধারনত WordPress সম্পর্কিত কাজগুলো আউটসোর্স করা হয়। শুধু ওয়ার্ডপ্রেস সম্পর্কিত জব নেই বললেই চলে। তবে PHP Developer হিসেবে জব করার সম্ভবনা রয়েছে অনেক। ডাটাস্ট্রাকচার, অ্যালগরিদম, সিম্ফোনি এগুলোতে ইন্টারভিউ দেয়ার প্রস্তুতি নিতে পারেন।
আমি গ্রাজুয়েশন কমপ্লিট করিনি আমার কি সুযোগ আছে?
আইনত হয়তো সুযোগ আছে কিন্তু সাধারনতো ভিসা দেয় না। আর কম্পানি এতটা দৌড়াদৌড়ি করতে চায় না। গ্রাজুয়েশন না থাকলে জার্মানি আসার চিন্তা না করাই ভাল। তবে আশার বানী সামনে এ ধরনের এক্সপার্টদের জন্য আসার দরজা খুলার কথা রয়েছে। সর্বশেষ অনুমোদনের অপেক্ষায় রয়েছে এরকম একটি আইন।
Visa apply full process and necessary papers details.
এই লিংকে বিস্তারিত আছে।
জব ভিসা কিভাবে পেতে পারি?
এজন্য জব পেতে হবে, নিজের পোষ্টগুলি পড়ুন এবং প্রস্তুতি নিন।
নূন্যতম কত বছরের প্রফেশনাল অভিজ্ঞতা প্রয়োজন?
কোন সর্বনিম্ন অভিজ্ঞতার বিষয় নেই, আপনাকে কোন কম্পানি যদি জব অফার করে তাহলেই আপনি ভিসা পেতে পারেন। সরকারী আইন অনুযায়ী আপনার গ্রাজুয়েশন থাকতে হবে এবং সর্বনিম্ন বেতন পেতে হবে। বিস্তারিত জানতে এই পোষ্টটি দেখুন।
কি ধরনের যোগ্যতা থাকলে ভিসা স্পনসর সহ জব পাওয়ার সম্ভাবনা বাড়ে?
- ইংরেজীতে খুবই ভাল
- পরিষ্কার তাত্বিক জ্ঞান
- প্রফেশনাল ব্যাবহার
- সর্বনিম্ন ২-৩ বছরের চাকুরির অভিজ্ঞতা।
- জার্মান ভাষাগত দক্ষতা (ঐচ্ছিক তবে সম্ভাবনা বাড়াতে কাজে দেবে অনেক)
জার্মান জানার গুরুত্ব কতটুকু?
জার্মানিতে IT জবে জার্মান জানা বাধ্যতামুলক নয়। খাতা কলমে অন্য জবেও বাধ্যতামুলক নয় কিন্তু বাস্তবতা হল পাওয়া যায় না। জার্মানিতে যেকোন জবে জার্মান যতটা জানবেন তত এগিয়ে থাকবেন। খুব বড় বহুজাগতিক কম্পানি ব্যাতিত সব কম্পানিতেই জার্মান ভাষাগত দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে অন্যদের থেকে।
সিভি জার্মানে লেখা লাগে?
লিখতে বলে না কেউ কিন্তু আপনি যদি লিখতে পারেন। তবে, জার্মানে লিখলে ইন্টারভিউ জার্মানে হবে ধরেই রাখতে পারেন 😉 জব পোষ্টিং যদি ইংরেজীতে হয় তাহলে আমার পরামর্শ থাকবে জার্মান জানলেও সিভি ইংরেজীতে রাখা। সিভিতে জার্মান ভাষাগত দক্ষতার কথা উল্লেখ থাকলেই তা আপনাকে সাহায্য করবে এগিয়ে থাকতে।
এপ্লাই করার রিকমেন্ডেড ওয়েবসাইট কি কি?
জব খোঁজার বিস্তারিত এখানে লিখেছিলাম, কোনকিছু বাদ গেলে ওই পোষ্টের কমেন্টে জানাতে পারেন।
জার্মানিতে রেসিজম এর শিকার হয়েছেন কখনো?
সেরকম না। একবার এক বুড়ি আমাকে ভেংচি কেটেছিল কলিগ বলেছিল যে বিদেশী বলে নাকি আমার সাথে এরকম করলো। বিষয়টা একটু হাসির কারনই হয়েছিল আমার কাছে। তখন খুবই ছোট শহরে থাকতাম। আরেকবার একটা কাবাবের দোকানে একজন বলেছিল “Das ist Deutschland, das ist nicht England”. যার অর্থ “এটা জার্মানি এখানে জার্মানে কথা বলবা এইটা ইংল্যান্ড না”। যে বলেছিল সে ব্যাটা নিজেই টার্কিশ বংশদ্ভূত 😉 তবে হ্যা জার্মান না জানলে এখানে ওখানে অশিক্ষিতগুলোর কাছে থেকে দু কথা শুনতে হতে পারে, সবাই যে অশিক্ষিত অভদ্র তা নয় তবে এরকম আছে। এজন্য মাথায় রাখতে হবে যে জার্মান শিখতে হবে। জার্মানিতে থাকতে গেলে জার্মান শিখতে হবে এটার কোন বিকল্প নাই।
কমিউনিটি/সোশাল সার্কেল গড়ে তোলা কতটা কঠিন?
দেশের মত আশা করা যাবে না। দেশে অফিসের কলিগকে আমরা অনেকটা বন্ধু হিসেবে পাই যেটা এখানে চিন্তা করা যায় না। এখানে অফিস আর ব্যাক্তিগত জীবনকে সবাই আলাদা করে রাখে। পাড়া প্রতিবেশীর সাথে যোগাযোগ রক্ষা করা সাথে সামাজিক জীবনযাপন করা এখানে খুবই সম্ভব কিন্তু জার্মান জানতে হবে। আশা করা যাবে না যে সবাই ইংরেজী জানে তাই ভাল যোগাযোগ এবং বন্ধুত্বের জন্য জার্মান জানা অপরিহার্য।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জার্মানিতে ক্যারিয়ার গড়ার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে?
সফটওয়ার ইঞ্জিনিয়ার/প্রগ্রামার হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য সাধারন প্রেক্ষাপট থেকে একটি পোষ্ট লিখেছিলাম পড়ে দেখতে পারেন। জার্মানিতে জব করার জন্য আমার পরামর্শ থাকবে দেশে কিছুদিন প্রফেশনালি কাজ করুন, ১-২ বছর। তারপর সরাসরি জব না পেলেও মাস্টার্স করতে চলে আসতে পারেন।
Software engineer হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা আছে, বাবা মা এবং বউ কে নিয়ে যেতে কেমন টাইম লাগবে?
স্ত্রীকে আনতে আনুমানিক ৬ মাস লাগতে পারে, এর কমেও হয় মাঝে মাঝে। জার্মান বুরোক্রেসি একটু স্লো। বাবা মা কে স্থায়ীভাবে আনতে অনুমতি দেয় না সাধারনত, তবে বাবা মা এর একজন যদি আনতে চান তাহলে ডিপেন্ডেন্ট দেখিয়ে মানবিক কারন বিবেচনা করে আনতে পারার সম্ভাবনা অনেক।
জব পেলে আমাকে ভাষা শিখা লাগবে নাকি ইংরেজি ভাষা দিয়ে যেতে পারবো?
আইটি জব এখানে ইংরেজী ভাষা দিয়ে করা সম্ভব। জার্মান জানা বাধ্যতামুলক না তবে জার্মান পরে শিখতে হবে সেটা মাথায় রাখবেন কারন এখানে প্রাত্যহিক জীবনযাপনে জার্মান জানার কোন বিকল্প নাই।
জার্মানীতে থেকে জার্মানির বাইরে রিমোট জব করব কিভাবে?
এখানে পার্মানেন্ট রেসিডেন্স পারমিট পাওয়ার আগ পর্যন্ত জার্মানির বাইরে জব করতে পারবেন কিন্তু সেটা জার্মানিতে থাকার অনুমোদন পেতে কাজে দিবে না। এখানে থাকার অনুমতি পেতে হলে জার্মান জব করতে হবে তারপর পার্মানেন্ট রেসিডেন্স পারমিট পেয়ে গেলে আপনি স্বাধীনভাবে যেখানে ইচ্ছা কাজ করতে পারবেন। ওরা মেধাবী লোক চায় কোটি কোটি টাকা খরচ করেও জার্মানিতে স্থায়ী হতে চায় এমন লোকের শেষ নাই, জার্মানি আসলে ওরকম কাউকে চায় না।
আমি যদি ইনশাআল্লাহ জার্মানিতে স্টুডেন্ট ভিসায় যাই তারপর পড়াশুনা শেষে সেটাকে বসবাস করি, তাহলে এরপর আমি কি আমার বাবা-মা কে সেখানে নিয়ে যেতে পারবো স্থায়ীভাবে??
সম্ভাবনা শুন্যের কোঠায়। আইনত ডিপেন্ডেন্টকে আনতে পারার কথা আছে কিন্তু অনুমোদন প্রক্রিয়া খুবই জটিল। ডিপেন্ডেন্ট প্রমান করতে পারলে একজনকে আনতে পারার সম্ভাবনা ভাল তবে দুজনকেই আনতে পারার সম্ভাবনাকে না হিসেবেই ধরে নিতে বলবো।
কতটুকু জার্মান জানা থাকলে ওখানে ইজিলি পার্ট-টাইম জব করা যাবে পড়াশুনার পাশাপাশি (আমি সিএসই ব্যাকগ্রাউন্ডের)??
সিএসই ব্যাকগ্রাউন্ডের জব করতে ভাষা জানা এতটা জরুরী না তবে জব পেতে অনেক সাহায্য করবে। A2 গ্রেডের জার্মান জানলে আপনি সুবিধা পেতে শুরু করবেন। পার্টটাইম জব সম্পর্কে আমার খুব ভাল ধারনা নাই তবে এদিকে এরকম জব আছে, অনেকেই করছে পড়াশোনার পাশাপাশি।
যারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের সবাইকে আমার পক্ষথেকে ধন্যবাদ। আপনাদের ভবিষৎ ভাল হোক সেই দোয়া করছি।
Are there mosques available within reasonable distance?
জামার্নিতে ৪৫ লক্ষের মত মুসলিমের বাস যা পুরো জনসংখার প্রায় ৫.৫%। সব শহরেই যে প্রচুর মুসলিমের বাস তা নয় তবে ফ্রাঙ্কফুর্ট, বার্লিনে প্রচুর মসজিদ আছে। এমনকি ডার্মস্ট্যাড নামে ছোট একটা শহরে থাকতাম সেখানেও বেশ কয়েকটা মসজিদ ছিল। বর্তমানে বার্লিনে আমার বাসা থেকে আধা কিলো দুরেও মসজিদ পেয়েছি। গুগল ম্যাপে “Mosque in Berlin” এরমত কিওয়ার্ড লিখে সার্চ করলে দেখতে পাবেন মসজিদগুলো।